Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ আগস্ট, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের দেশি ও বিদেশি বন্ধুরা

বাংলাদেশে অকৃত্রিম বন্ধু সাইমন ড্রিং.১৯৭১সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের চালানো গনহত্যার প্রত্যক্ষদর্শীবিদেশি সাংবাদিক,যিনি নিজের জীবন বিপ্নন করে হত্যাকান্ড ও ধবংসযজ্ঞের খবর সারা বিশ্বকে জানিয়ে দেন,যামুক্তিযুদ্ধে জনমত গঠনে সহায়ক হয়েছিল ।


আমদের স্বাধীনতা সংগ্রামে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সর্বাত্নক প্রয়াস ছিল  অতুলনীয়।তিনি বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ সফর করে বাংলাদেশের পক্ষে মানবিক সহায়তা এবং সমর্থন আদায়ের চেষ্ঠা করে গেছেন । 

বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে ভূমিকা গ্রহনে জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক পন্ডিত রবিশংকর ১৯৭১ সালের আগষ্টের ১ তারিখ নিউইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে 'কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন,যা আর্থিক সহায়তা এবং বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । 

এডওয়ার্ড কেনেডি ছিলেন মার্কিন সিনেটর ।তিনি পাকিস্তানি বাহিনীদের চালানো গনহত্যার বিরুদ্ধেসোচ্চার ছিলেন।তিনি ভারতে,খুলনা সীমান্তে শরণার্থী শিবিরে স্বচক্ষে দেখেছেন মানুষের দুর্দশা। তিনি মার্কিন সিনেটে বাংলাদেশে দুর্ভিক্ষের হুমকি মোকাবিলায় আহবান জানান এবং জাতিসংঘকে তৎপর তাগিদ দেন। 

মাদার তেরেসা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থিত শণার্থী শিবিরে মানুষের দুঃখ লাঘবে আপ্রাণ চেষ্ঠা করেন এবং বিস্ববাসীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন।তাঁর সেবা ও অগ্রণী ভূমিকার জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন । 

তাজউদ্দীন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন । তিনি মুক্তিযুদ্ধকালীন এদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা " মুজিবনগর সরকার" নামে অধিক পরিচিত।স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন । 

আরো দেখুন