Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ আগস্ট, ২০২৩ ০৯:৩৯ অপরাহ্ণ

পৃথিবীর আকার আকৃতি

পৃথিবীর আকার আকৃতি কেমন ?

পৃথিবীর আকার আকৃতি কেমন সেটি আধুনিক বিজ্ঞানের এই যুগে আমাদের কাছে পরিষ্কার। কিন্তু যুগে যুগে মানুষ পৃথিবীর আকৃতি নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা প্রচার করে গেছে। মহাকাশচারী ইউরি গ্যাগরিন ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণের সময় বুঝতে পারেন পৃথিবী ‘গোলাকার’। তবে উত্তর-দক্ষিণে কিছুটা চাপা। এছাড়া তার তোলা পৃথিবীর ছবিও দেখতে গোলাকৃতি। তবে পূর্ব-পশ্চিমে সামান্য স্ফীত। অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি হলো অনেকটা অভিগত গোলকের (Oblate spheroid) মতো।

পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয় সেহেতু পৃথিবীর নিরক্ষীয় “পূর্ব-পশ্চিম” ব্যাস ও মেরুদেশীয় ‘উত্তর-দক্ষিণ’ ব্যাস ভিন্ন। মেরুদেশীয় ব্যাস হলো ১২,৭১৪ কিলোমিটার এবং নিরক্ষীয় ব্যাস হলো ১২,৭৫৭ কিলোমিটার। এদের মধ্যে পার্থক্য হলো ৪৩ কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাস হলো ১২,৭৩৪.৫ কিলোমিটার। গণনার সুবিধার জন্য একে ১২,৮০০ কিলোমিটার ধরা হয়। এই হিসেবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো ৬,৪০০ কিলোমিটার। পৃথিবীর পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি ৪০,০৭৭ কিলোমিটার। এটাই সর্ববৃহৎ পরিধি এবং মেরুদেশীয় পরিধি ৪০,০০৯ কিলোমিটার। গণনার সুবিধার জন্য গড় পরিধি ৪০,০০০ কিলোমিটার ধরা হয়।

আরো দেখুন