Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ আগস্ট, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

শুভ জন্মদিন পিতা

কাগজ প্রতিবেদক : ‘আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল/ সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল/ মৃত্যু-গহন অন্ধকূপে/ মহাকালের চণ্ড-রূপে-/ ধূম্র-ধূপে/ বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর/ তোরা সব জয়ধ্বনি কর/ ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়।’ আজ ১৭ মার্চ সেই মহালগ্ন। বজ্রশিখার মশাল জে¦লে, তর্জনীর গর্জনে পরাধীনতার আগল ভেঙে জাতিকে যিনি শুনিয়েছিলেন স্বাধীনতার অমৃত বাণী, আজ তার একশ দুইতম জন্মদিন। বঙ্গবন্ধুর আগমনে অমারাত্রির দুর্গতোরণ ধূলিতলে ভগ্ন হয়েছে নবজীবনের আশ্বাসে। ১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও শেখ সাহেরা খাতুনের কোলজুড়ে আসেন বাঙালির বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল মোচনে শান্তি ও মুক্তির বারতা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ এমন এক মহালগ্নে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত হবে যখন তারই দেখানো পথে একের পর এক সমৃদ্ধির সোপান অতিক্রম করছে বাংলাদেশ। জাতির হৃদয়ে বাজছে বিশ্বকবির সুর, ‘ঐ মহামানব আসে/ দিকে দিকে রোমাঞ্চ লাগে/ মর্ত্যধূলির ঘাসে ঘাসে/ সুরলোকে বেজে ওঠে শঙ্খ/ নরলোকে বাজে জয়ডঙ্ক/ এল মহাজন্মের লগ্ন।’

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি