Loading..

প্রকাশনা

০২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ

অজানা কল্পনা
অজানা কল্পনা
         অনুপ সাহা

অজানা কোন নদীর স্রোতে
হারিয়াছি আমি  নিজে।
মরন হলে শান্তি পাইতাম
হইতো কল্পনারও সমাপ্তি।

অজানা সব কল্পনাগুলো
দোলা দেয় যে মনে,
মাঝে মাঝে আঁতকে উঠি
বিপদ বুঝি এলো সবে।

লালন করা স্বপ্নগুলো
হারিয়ে যাবে কি শেষে ?
কি লাভ হলো এতো স্বপ্ন এসে
দেখা দিল সব মিরিচিকার বেশে।

জীবনের সব কিছুতে থাকে কল্পনা
মনের ভিতরে লালন করি শত ঝল্পনা।
আজই বুঝি হবে সবকিছু শেষ
জীবনে থাকবে না আর কোনো রেশ।

জীবনের কঠিন সময় যদি আসে যখন
অবিচল যেন থাকি নিজের প্রতি তখন।
বিপদে পরিক্ষা করবে মাওলা যদি আমায়
এমন বিপদ দিও যেন মনে রাখি তোমায়।  

আরো দেখুন