Loading..

প্রকাশনা

০৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ণ

"পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।"

"পলাশ থানা মডেল উচ্চ  বিদ্যালয়ের  আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে"

 

 

আজ ০৩.০৯.২০২৩ইং পলাশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পলাশ থানা মডেল উচ্চ  বিদ্যালয়ের  আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে

 

প্রধান অতিথি হিসেবে আন্তঃফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মিলন কৃষ্ণ হালদার সময় উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন এর চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ,  পলাশ থানা মডেল উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বরুন চন্দ্র দাস আরো উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছাত্রছাত্রীদের দৈহিক মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম প্রতি বছর স্কুল শিক্ষার্থীদের মাঝে এর গুরুত্ব তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা দরকার

 

সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশে সহায়তা করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার সৃজনশীল গুণের বিকাশেও বিশেষভাবে সহায়ক হয় এই কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে সহায়তা করে শিক্ষার্থীদের নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশেও বিশেষ ভূমিকা পালন করে

 

৮ম ৯মশ্রেণির মধ্যে ফুটবল খেলা  অনুষ্ঠিত হয়েছে হাড্ডাহাড্ডি  লড়াই শেষে ট্রাইবেকারে বিজয়ী হয় ৮ম শ্রেণির শিক্ষার্থীরা রানার্স আপ হয় ৯ম শ্রেণির শিক্ষার্থীরা আমণ্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে পুরষ্কার তুলে দেন

 

সবশেষে প্রধান শিক্ষক  সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন 

 

 

প্রতিবেদক: রাহিমা আক্তার

সহকারী শিক্ষক (বাংলা)

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়

পলাশ,নরসিংদী

জেলা এম্বাসেডর নরসিংদী  (a2i)

মেইল : [email protected]

আরো দেখুন