Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

সরল দোলক

সরল দোলক : একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে

কিন্তু বাস্তবে এ রকম কোনো সরল দোলক সম্ভব নয়। কতগুলো গাণিতিক সুবিধার জন্য এরূপ দোলক কল্পনা করা হয়। একটি হালকা সুতার সাহায্যে কোনো দৃঢ় অবলম্বন থেকে একটি ভারী বস্তু ঝুলিয়ে দিলে এটি স্বাভাবিক অবস্থায় সোজা হয়ে ঝুলে থাকবে। সুতাসমেত বস্তুটিকে সরল দোলক বলা হয় (চিত্র)।

বব: যে ভারী বস্তুটিকে সুতার সাহায্যে ঝুলিয়ে সরল দোলক তৈরি করা হয় তাকে বব বা পিণ্ড বলে। চিত্রে  হচ্ছে বব।

ঝুলন বিন্দু (Hanging point): যে বিন্দু থেকে সুতার সাহায্যে ববকে ঝুলানো হয় তাকে ঝুলন বিন্দু বলে। চিত্রে  হচ্ছে ঝুলন বিন্দু।

কার্যকরী দৈর্ঘ্য (Functional length): ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বা দোলক দৈর্ঘ্য বলে। চিত্রে  কার্যকরী দৈর্ঘ্য  ববটি সুষম গোলক হলে ঝুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত দূরত্বের () সাথে ববের ব্যাসার্ধ () যোগ করলে কার্যকরী দৈর্ঘ্য পাওয়া যায়। =+

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি