Loading..

মুজিব শতবর্ষ

০৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০১ অপরাহ্ণ

ধন্যবাদ, আপনার মুল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য।
ছবিতে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি আমরা আধুনিককালে যোগাযোগের অন্যতম মাধ্যম ইমেইলের ঠিকানা লিখতে গিয়ে ব্যবহার করে থাকি। লেখার সময় ভুল না করলেও, বলার সময় আমরা অনেকেই এটিকে ভুল নামে ডাকি। কেউ বলে 'at the rate' আবার কেউ আরেক ধাপ এগিয়ে বলে 'at the rate of'। এর আসল নাম 'at' -/æt/ (অ্যাট)।
এই ভুলটা যে কেবল ছাত্রছাত্রীরা করে তা নয়, শিক্ষকরাও এই ভুল করেন। কিন্তু দুঃখের ব্যাপার তারা সঠিকটা জানার পরও ছাত্রছাত্রীদের সঠিকটা পড়াবে তো দূরের কথা, ইনিয়েবিনিয়ে নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। আমরা যারা এটাকে সঠিক নামে ডাকি, তাদেরকে পাগল বলে গালি দেয়।
যাইহোক, মনে রাখবেন এর নাম 'at'।
ধন্যবাদ, আপনার মুল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য।

আরো দেখুন