Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৫ পূর্বাহ্ণ

টুনটুনি পাখি
img
Md. Abdul Khalek

সহকারী শিক্ষক

 টুনটুনি ছোট আকারের একটি পাখি। টুনটুনির বুক এবং পেট সাদাটে। টুনটুনির বাসা খুব বেশি উচুতে হয়না। সাধারনত এরা ৬-১০ সেমি উচ্চতায় বাসা বাধে। ছোট গুল্ম জাতীয় গাছ অথবা ঝোপঝাড় এদের প্রধান পছন্দ। শিম, লাউ, কাঠ বাদাম, সূর্যমূখী, ডুমুর, লেবু এগুলোর গাছে এরা বেশি বাসা বাধে। পুরুষ ও স্ত্রী পাখি মিলে বাসা তৈরী করে।

জবা, রঙ্গন, কুডুরা ইত্যাদি বড় পাতার গাছের ২-৩ টি পাতা একত্রে সেলাই করে টুনটুনি বাসা বাঁধে। মাকড়সার জালের সুতা দিয়ে এরা পাতা জোড়া লাগায়। এরপর যেসব গাছের তুলা জাতীয় জিনিস জন্মে সেসব গাছ থেকে তুলা এনে বাসার মধ্যে নরম পরিবেশ তৈরি করে। এরপর মাত্র দুট ডিম পাড়ে বাসায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি