Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ

অগ্নিকান্ড

অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারন তাই অগ্নি প্রতিরোধে সাবধানতা অবলম্বন করা;
• রান্নার পর চুলার আগুন নিভিয়ে রাখা;
• মশার কয়েল, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলা;
• ছোট ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখা;
• খোলা বাতির ব্যবহার বন্ধ রাখা;
• পরনের কাপড়ে আগুন লাগলে কখনো দৌঁডাবেন না, মাটিতে গাড়াগড়ি দিন।
• চুলার উপর ভেজা কাপড় বা লাকড়ি জাতীয় কিছু রাখা যাবে না।
• ত্রটিমুক্ত বৈদ্যুতিক তার ও সরঞ্জাম ব্যবহার না করা।
• হাতের কাছে সব সময় দু বালতি পানি ও বালু রাখা।
• ঘরবাড়ি, অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান সার্বক্ষনিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও প্রচুর পানি রাখা।
• বাসগৃহ, কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনী যন্ত্রপাতি স্থাপন করা এবং মাঝে মাঝে তা পরীক্ষা করা।
• কলকারখানার নিকট পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা।
• গুদাম বা কারখানায় ধুমপান নিষিদ্ধ করন ও সতর্কীকরন পোষ্টার লাগানো।
• স্থানীয় ফায়ার ষ্টেশনের ফোন নাম্বার সংরক্ষণে রাখা।
• সর্বোপরি লাগুন লাগলে ঘাবড়ে না গিয়ে মাথা ঠাণ্ডা রেখে করণীয় ঠিক করুন।

আরো দেখুন