Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ

বুলবুলি পাখি
img
Md. Abdul Khalek

সহকারী শিক্ষক

বর্তমানে সারাবিশ্বে প্রায় ২৭টি প্রজাতির বুলবুলি রয়েছে। বাংলাদেশে ১১ প্রজাতির বুলবুলি দেখা যায়। বুলবুলি, ছাইরঙা বুলবুলি, কালো বুলবুলি, সবুজ বুলবুলি, হলদে বুলবুলি, কালোমাথা বুলবুলি, পাহাড়ি বুলবুলি ইত্যাদি।বুলবুলি পাখির সাধারণত বাদামী রঙের হয়ে থাকে। মাথার কালো ঝুঁটি দেখে খুব সহজেই এদের শনাক্ত করা যায়। প্রাপ্ত বয়স্ক পাখির মাথা কালো বা কালচে বাদামী রঙের হয়ে থাকে। বাদামী দেহের শেষাংশ ও ডানার প্রান্ত কালচে বাদামী রঙের হয়ে থাকে। পেট অপেক্ষাকৃত ফিকে বাদামী রঙের হয়। দেহতলে এবং কখনো কখনো উপপ্রজাতি ভেদে পিঠে মাছের আঁশের মতো ফিকে দাগ থাকে। পাখিটির পালক লম্বা, কোমল এবং ফোলানো। এদের ঠোঁট সামান্য বাঁকা। বুলবুলি পাখির পা খাটো এবং দুর্বল। দেহের তুলনায় লেজ অপেক্ষাকৃত লম্বাকৃতির। পাখির ঘাড়ে লোমসদৃশ পালক রয়েছে। এদের ডানা খর্বকায় এবং গোলাকার। পুরুষ ও স্ত্রী বুলবুলি পাখি দৃশ্যত প্রায় অভিন্ন। পাখিটির ডাক অর্থ্যাৎ গলার স্বর খুবই মধুর। বুলবুলি প্রচুর লড়াকু পাখি। লড়াইবাজ পাখি হিসেবে দুনিয়াজোড়া এর খ্যাতি রয়েছে। এক বুলবুলির সঙ্গে অন্য বুলবুলির ঝগড়া বা মারামারি দেখলে বুঝবেন, এদের লড়াই করার দক্ষতা।  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি