Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০১ অপরাহ্ণ

"আর্থিক ভাবনা"- জীবন ও জীবিকা - ৬ষ্ঠ শ্রেণি
"কাকেইবো"
প্রায় শত বছর আগে সঞ্চয় করার একটি সহজ ও ঝামেলাহীন কৌশল উদ্ভাবন করেছিলেন জাপানি এক নারী। তিনি এর নাম দিয়েছিলেন "কাকেইবো"। এর অর্থ হলো পারিবারিক আর্থিক খতিয়ান।
কাকেইবো পদ্ধতি এবং "সঞ্চয় সিগন্যাল" মেনে আমাদের শিক্ষার্থীরা গত দু'মাসে তাদের টিফিনের টাকা, ইদের সেলামি, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে প্রাপ্ত টাকাগুলো সঞ্চয় করেছে।
সঞ্চয় সিগন্যাল মেনে এ টাকাগুলো তারা কোন খাতে ব্যয় করবে তার জন্য একটি আর্থিক পরিকল্পনাও করেছে।

আরো দেখুন