Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৫ অপরাহ্ণ

"স্কুল ব্যাংকিং"-"আর্থিক ভাবনা" - জীবন ও জীবিকা
"স্কুল ব্যাংকিং"
শিক্ষার্থীরা 'সঞ্চয় সিগন্যাল' এবং 'কাকেইবো' অনুসরণ করে মাটির ব্যাংক এবং প্লাস্টিকের ব্যাংকে টাকা জমা রেখেছে। কিন্তু এভাবে টাকা রাখা কতটা নিরাপদ!
তাই সঞ্চয়কৃত অর্থ নিরাপদে সংরক্ষণের জন্য শিক্ষার্থীরা স্থানীয় ব্যাংকে নিজ নামে একটি করে ব্যাংক হিসাব খুলেছে। কারণ -
এখানে তাদের জমানো টাকা নিরাপদে থাকবে।
★ বৃত্তি বা উপবৃত্তির টাকা গ্রহণ করা যাবে।
★ এটিএম কার্ড ব্যবহার করে যেকোনো স্থানের এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবে।
★ ঝামেলাহীন উপায়ে স্কুলের বেতন/ফি পরিশোধ করতে পারবে।
★ শিক্ষা বীমা সুবিধা গ্রহণ করা যাবে।
★ স্কিম ডিপোজিট করে জমানো টাকায় দীর্ঘমেয়াদি ও লাভজনক সঞ্চয় করা যাবে।
★ প্রয়োজনে ঋণ সুবিধাও গ্রহণ করা যাবে ইত্যাদি।
"আর্থিক ভাবনা" পর্ব-০৩
জীবন ও জীবিকা - ৬ষ্ঠ শ্রেণি

আরো দেখুন