Loading..

মুজিব শতবর্ষ

০৪ অক্টোবর, ২০২৩ ০৭:৫৫ অপরাহ্ণ

বঙ্গমাতার আত্মত্যাগে শেখ মুজিব বাঙ্গালী জাতির জনক

অসমাপ্ত আত্মজীবনী ‘ বইটি বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক বই। বইটি বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, রাজনৈতিক, পারিবারিকসহ বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে৷বইটি বঙ্গবন্ধু কারাগারে বসেই লিখেছেন। বইটিতে বঙ্গবন্ধু উল্লেখ করেছেন, তার স্ত্রী রেণুই মূলত বঙ্গবন্ধু কে আত্মজীবনী লিখার ধারণা দিয়েছিলো। বঙ্গবন্ধুর জীবনে তার স্ত্রী রেণুর ভূমিকা ছিলো অপরিসীম। রেণুর সাংসারিক জীবনের আত্নত্যাগ, বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা বরাবরই বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী ‘তে বঙ্গবন্ধুর ব্যক্তিজীবন, পারিবারিক বিষয় সম্পর্কে জানতে পারি। জীবনের অধিকাংশ সময় তাঁকে জেলে থাকতে হয়েছে। রাজনৈতিক কারণে বারবার গ্রেফতার হতে হয়েছে তাকে। পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রভাব তাঁর সন্তানদের উপর পড়েছে। বঙ্গবন্ধুর লিখনিতে ফুটে উঠেছে, একদিন সকালে বঙ্গবন্ধু তার স্ত্রীর সাথে গল্প করছিলো।হাচু(হাসিনা) আর কামাল খেলছিলো। তখন কামাল শেখ হাসিনাকে বলতেছিলো, হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি? । নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়!” এই লেখনির মাধ্যমে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের জন্য কতো ত্যাগ, কতো কষ্ট, কতো তীতীক্ষা। আর এ থেকেই বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতার অবদান ও আত্মত্যাগ সম্পর্কে স্পষ্ট ধারনা লাভ করা যায়। আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়ে যেমন চিরকৃতজ্ঞ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর। তেমনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কাছেও আমরা কৃতজ্ঞ।

আরো দেখুন