Loading..

মুজিব শতবর্ষ

০৬ অক্টোবর, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ

আমার পড়া সেরা আত্মজীবনী গ্রন্থ

    'অসমাপ্ত আত্মজীবনী' বইটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী মূলক বই। তাঁর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ শুধু মাত্র বই নয় জাতির দিক নির্দেশনার এক জীবন্ত দলিল।

    ২০০৪ সালে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাঁর পিতার লেখা চারটি খাতা এসে পৌঁছে। খাতাগুলোর পৃষ্ঠা জুড়ে সময়ের বিবর্তন অক্ষরগুলো প্রায়ই অস্পষ্ট, লালচে হয়ে যাওয়া পাতা। পিতার প্রিয় সন্তান শেখ হাসিনা মুহূর্তেই তাঁর পিতার হাতের লেখাগুলো চিনে ফেললেন। খাতা চারটা হাতে নিয়ে বাধভাঙ্গা কান্না আবেগ উনাকে আচ্ছন্ন করে ফেলল। 


    ছোট বোন শেখ রেহানাকে খাতাগুলো দেখালেন। খাতা চারটি ছিল বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনী। ১৯৬৭ সালের মাঝের দিকে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি থাকাকালীন সময়ে তাঁর লেখা তিনি লিখে শেষ করতে পারেননি।
    লেখাগুলো শুধুমাত্র লেখা নয় সেসব ছিল একজন দেশপ্রেমিকের প্রবল দেশ প্রেম, মানব প্রেম আর চেতনার আলোয় আলোকিত এক প্রামাণ্য চিত্র। 

    বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, দেশভাগ, মুসলিম লীগের রাজনীতি, পূর্ব বাংলার রাজনীতি, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট গঠন ও পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন এবং এসব বিষয়ে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ অবিজ্ঞতার বর্ণনা রয়েছে। 


আরো দেখুন