Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ নভেম্বর, ২০২৩ ০২:৪৪ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলার সবচেয়ে উচু পাহাড় ফালিতাঙ্গ্যা চুগ

জেলার সর্বোচ্চ পর্বত ঐতিহ্যবাহী ফালিতাঙ্গ্যা চুগ। ফালিত্যাঙ্গা চুগের পাদদেশে অবস্থিত বরকল উপজেলা সদর। এখানেই রয়েছে বরকল উপজেলা প্রশাসনের কার্যালয়, বাজার ও বিজিবি জোন। একসময় স্থানীয়রা ফালিত্যাঙ্গা চুগকে ডাকতেন ‘পাকিস্তান টিলা’ নামে। ১৯৭১ সালে পাক সেনারা এ পাহাড়ে বড় বড় বাঙ্কার খুঁড়ে আশ্রয় নিয়েছিল বলেই এর নামকরণ হয়েছিল ‘পাকিস্তান টিলা’। ফালিতাঙ্গ্যা চুগ রাঙামাটির সবচেয়ে উঁচু পর্বত। এর উচ্চতা ১ হাজার ৬৬৮ ফুট। এ পাহাড়ের উপর থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। একইসঙ্গে দেখা যায় ভারতের মিজোরাম রাজ্য।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি