Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ অপরাহ্ণ

আমাদের জীবনে প্রযুক্তি।

আমাদের জীবনে তথ্য  প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবন ধারায় পরিবর্তন আনতে পারি। আমাদের  কখন  কী করতে হবে তাও ঠিক করতে পারি।   তথ্য প্রযুক্তি  তথ্য সৃষ্টি,  তথ্য সংগ্রহ,  তথ্য বিশ্লেষণ,  তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন  যনযন্এের উদ্ভাবন  ও ব্যবহার এসব কিছু  মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি  কে সংক্ষেপে  আই,সি,টি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবন কে সহজ করে তোলে।এটি ব্যবসা, চিকিৎসা, শিক্ষা  ও কৃষিতে বিভিন্ন  ভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন  ধরনের  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে। যেমন কম্পিউটার, ইন্টারনেটে, মোবাইল ফোন টিভি,  রেডিও ও ক্যমেরা।  

আরো দেখুন