Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ ডিসেম্বর, ২০২৩ ০৩:৪৩ অপরাহ্ণ

মহাবিশ্ব।

মহাকাশের যে বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাই চাঁদ। এটি শিলা দিয়ে গঠিত একটি বিশাল  গোলাকার বস্তু। চাঁদের নিজের কোন আলো নেই। সূর্যের আলো  চাঁদের উপরে পড়লে কেবল আমরা চাঁদ দেখতে পারি।  টেলিস্কোপ বা দুরবিক্ষন যন্এের সাহায্য আমরা চাদঁের গায়ে পাহাড়,  পর্বত,  ইত্যাদি দেখতে পাই।আমরা যদি প্রতি রাতে চাঁদ  পর্যবেক্ষন করি তাহলে আমরা দপখতপ পাব চাঁদের  আকার, আকৃতি আগের  রাতের চেয়ে কিছুটা  ভিন্ন  হবে।

আরো দেখুন