Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৪ অপরাহ্ণ

মাটি।

মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারনে মাটি দুষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যেখানে সেখানে ময়লা আবর্জনা যেমন পঁচেনা এমন গৃহস্থালির বজ্য পলিথিন প্লাস্টিক ইত্যাদি।  কৃষিতে কীটনাশক ও আগাছা নাশক ব্যবহার করা হয়। শিল্প কারখানায় তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। মাটি  দুষন জীবের জন্য অত্যান্ত ক্ষতি কর।মাটি দুষনের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। দুষন মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে।

আরো দেখুন