Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ ডিসেম্বর, ২০২৩ ০৪:৫২ অপরাহ্ণ

হাত ধোয়া ও স্কিলিং কোর্সের কিছু অংশ

৭ম শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ে স্কিলিং কোর্সের এবং হাত ধোয়া অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজেরা সব উপকরণ সংগ্রহ করে এবং মুল্যায়ন উৎসব এ তারা নিজেরা একেক দল থেকে নিজেরা কিভাবে নিয়ম মেনে হাত ধুতে হয়, নোখ কাটতে হয়,রোগীর সেবা,জ্বর মাপা এবং নিজেদের ছোট ছোট কাজগুলো নিজেরা কিভাবে করবে তা হাতে কলমে করতে পেরে  শিক্ষার্থীরা আনন্দিত।আমিও জীবন ও জীবিকা বিষয় ক্লাস নিয়ে অনেক কিছু শিখলাম।ওরা সাপ্তাহিক ও মাসিক বাজেট তৈরি, বাজার করা, নিজেকে জানা, প্রতিবেদন সহ পোষ্টারে লিখা,ফ্লোচার্ট তৈরি এবং তা উপস্থাপন করার মধ্যে দিয়ে মূল্যায়ন উৎসব শেষ হয়।সর্বোপরি ক্লাসটি ছিল আনন্দঘন পরিবেশে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। যে শিক্ষার্থী পিছিয়ে ছিল তারাও দলীয় কাজের মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পেরেছে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি