Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ ডিসেম্বর, ২০২৩ ০৫:০৩ অপরাহ্ণ

ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বার্ষিক ষামষ্ঠিক মুল্যায়ন ৭ম শ্রেণি

বার্ষিক ষামষ্ঠিক মুল্যায়ন উৎসব এ হেল্প ডেস্কে ছিল সাইবার অপরাধ ঝুঁকি ও মোকাবেলা এবং নাগরিক তথ্য সেবা। এই হেল্প ডেস্ক সাজানোর আগে প্রথমে তাদের জোড় ও বিজোড় দলে বিভক্ত করা হয় এবং তথ্য সংগ্রহ করতে বলা হয়। এই তথ্য সংগ্রহ করার পর তারা পোষ্টারে লিখে এবং এর উওরগুলো কোডিং এর মাধ্যমে লিখে খামে ভরে তালিকা করা হেল্প ডেস্কের সামনে সাজিয়ে রাখে। এরপর প্রধান শিক্ষক সহ অন্যান্য বিষয়ের শিক্ষকমন্ডলী গণ আসলে বা অন্য শ্রেণির শিক্ষক,অভিভাবক আসলে তাদের প্রশ্নের কোডিং এর মাধ্যমে উওর দেয়।এরপর প্রয়োজনে মানব হেল্প নেয়।এভাবে সুন্দর কিরে জরিপের কাজ,হেল্প ডেস্ক,পোষ্টার,প্রতিবেদন এবং ফ্লোচার্ট এর কাজ সম্পূর্ণ করে।সকলে সাইবার অপরাধ ঝুঁকি ও মোকাবেলা এবং নাগরিক তথ্য সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি