Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ ডিসেম্বর, ২০২৩ ০৫:২৪ অপরাহ্ণ

উট বা উষ্ট্র কুঁজবিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী।

উট বা উষ্ট্র কুঁজবিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী। এদের মরুভূমির জাহাজ বলা হয়। ইংরেজিতে একে বলে Camel। সারা বিশ্বে উটের Bactrian camel বা Mongolian camel, Dromedary বা Arabian camel ও Wild Bactrian camel—এই তিনটি প্রজাতি বিদ্যমান।

এর মধ্যে Bactrian camel ও Dromedary গৃহপালিত।

একটি পূর্ণবয়স্ক উটের ওজন ৪৫০ থেকে ৬৫০ কেজি অবধি হয়। উটের পায়ের উচ্চতা প্রায় দুই মিটার। প্রতিটি পায়ের পাতায়  চর্বি ও নমনীয় ফাইবারের পুরু আস্তরণ থাকে, যা লোম দিয়ে ঢাকা থাকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি