Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ ডিসেম্বর, ২০২৩ ০৬:৩৬ পূর্বাহ্ণ

নারী জাগরণের অগ্রদূত

ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২)। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন। পরে তিনি বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবেরের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন।

বিহারের অন্তর্গত ভাগলপুরের সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিত হন। স্বামীর প্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধরেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচূর, সুলতানার স্বপ্ন।

তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান  রেখেছেন। আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আনজুমানে খাওয়াতীন-ই-ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন। বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতিবছর ৯ ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি