Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ ডিসেম্বর, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

বাংলার খোকা।

১৯২০ সালের ১৭ মার্চ।  দিনটি ছিল বুধবার।  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া।  সেই সময় সে গ্রামের শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন একটি ফুটফুটে শিশু। বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখেন খোকা। খোকা খুব আদরের নাম। বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুএ সন্তানের নাম রাখেন খোকা। দিনে দিনে বড়ো হয় খোকা।  পায়ে হেঁটে  স্কুলে যায়। দু চোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি