Loading..

মুজিব শতবর্ষ

২৩ ডিসেম্বর, ২০২৩ ০৫:০১ অপরাহ্ণ

একজন দক্ষ প্রশিক্ষকের গুণাবলি

🇧🇩একজন দক্ষ প্রশিক্ষকের গুণাবলি🇧🇩

 

   ভালো প্রশিক্ষণের জন্য প্রয়োজন হয় দক্ষ প্রশিক্ষকের। একজন দক্ষ প্রশিক্ষকের কিছু কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। অন্যভাবে বলতে গেলে বলতে হয়- একজন দক্ষ প্রশিক্ষকের মাঝে কতিপয় গুণাবলী থাকতে হয়। একজন দক্ষ প্রশিক্ষকের প্রশিক্ষণ শুরুর পূর্বে ও প্রশিক্ষণের সময়  যা করণীয়, তা নিম্নে উল্লেখ করা হলো।


☸️প্রশিক্ষণ শুরুর পূর্বে করণীয় :☸️


১। অধিবেশন শুরুর পূর্বে ম্যানুয়ালটি ভালভাবে পড়তে হবে এবং প্রতিটি অধিবেশনের গুরুত্বপূর্ণ দিকগুলো নোট করে নিতে হবে, যাতে করে যথাযথভাবে প্রস্তুতি নেয়া যায়। পূর্ব প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন, বিষয়বস্তু উপস্থাপনে জড়তা না থাকে।

২। উপকরণ সামগ্রী তৈরি এবং অধিবেশনের ক্রমানুযায়ী সংরক্ষণ করতে হবে।

 যেমন:-

(১) প্রতিদিনের কর্মসূচি। 

(২) ঐ দিনের অধিবেশনসমূহের জন্য প্রয়োজনীয় চার্ট, ফটোকপি ও অন্যান্য উপকরণ।

      (৩) দল গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ। বিজ্ঞান প্রশিক্ষণের জন্য প্রচুর উপকরণ প্রয়োজন হবে। সুতরাং অধিবেশন অনুসারে উপকরণের তালিকা তৈরি করে তা সংগ্রহ করতে হবে।


৪। প্রশিক্ষণ আয়োজন করার জন্য প্রয়োজনীয় চেকলিস্ট এবং নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে:-


(১) আসন বিন্যাস।


(২)ল্যাপটপ, মাল্টিমিডিয়া, ডিসপ্লে বোর্ড, হোয়াইট বোর্ড, ফ্লিপচার্ট ষ্ট্যান্ড।


(৩)প্রয়োজনীয় চার্ট, কার্ড, পোস্টার পেপার, মার্কার পেনসহ অন্যান্য সামগ্রী।


 (৪) প্রি এবং পোস্ট টেস্টের জন্য প্রশ্নপত্রের ফটোকপি ইত্যাদি।


৫। বিজ্ঞান প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা থাকলে সে জন্য পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে। যেমন: যে উপকরণ ব্যবহার করতে হবে সেই উপকরণ সংগ্রহ করে পরিকল্পিত পরীক্ষণটি করে দেখতে হবে- উপকরণগুলো যথাযথ আছে কিনা। এছাড়া পূর্বেই পরীক্ষা করে খুঁটিনাটি কোন সমস্যা থাকলে তা দূর করে নিতে হবে।


৬। ম্যানুয়ালের সাপ্লিমেন্টারী কোন বই থাকলে তা সংগ্রহ করতে হবে। প্রশিক্ষণের সময় বইগুলো ব্যবহার করার প্রয়োজন হতে পারে।


৭। প্রশিক্ষণ কক্ষের বাইরে প্রশিক্ষণার্থীদের নিয়ে গেলে পূর্বেই স্থানটি নির্বাচন করবেন। প্রত্যাশিত সামগ্রী ও পরিবেশ সম্পর্কে নিশ্চিত হবেন। প্রশিক্ষণার্থীদের সাথে থাকবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।


☸️প্রশিক্ষণের সময় প্রশিক্ষকের করণীয়:✡️


 (১) ম্যানুয়ালের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।


 (২) সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। কোন অবস্থাতেই যেন অধিবেশনের এবং কাজের জন্য নির্দিষ্ট সময় অতিক্রান্ত না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। প্রশিক্ষকগন সময়ের ব্যাপারে একে অপরকে সচেতন করে দিবেন।


 (৩) প্রশিক্ষণের সময় প্রদত্ত বক্তব্য সংক্ষিপ্ত কিন্তু বিষয়ানুগ হতে হবে। এ বিষয়টি প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কোন একটা বিষয়ে অযথা আলোচনা এড়াতে হবে। 


 (৪) প্রশিক্ষণে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অংশগ্রহণকারীদের বিদ্যমান ধারণা/জ্ঞানকে কোন বিষয়বস্তু আলোচনার সময় কাজে লাগাতে হবে।


 (৫) নিজেকে প্রশিক্ষণার্থীদের সহায়ক মনে করতে হবে।


 (৬) দল গঠনে আকর্ষণীয় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। 


 (৭) সর্বদা হাসি-খুশি থাকতে হবে। 


 (৮) কথা বলা, হাঁটা-চলা এবং উপস্থাপনে মার্জিত শারীরিক ভাষা প্রয়োগ করতে হবে।


 (৯) প্রশিক্ষণার্থীদের শ্রবণযোগ্য স্বরে এবং শুদ্ধ উচ্চারণে চলিত রীতিতে কথা বলতে হবে। 


(১০) যাবতীয় উপস্থাপন পদ্ধতি ও কৌশলে অংশগ্রহণকারীদের সাথে দৃষ্টি সংযোগ বজায় রাখতে হবে।

আরো দেখুন