Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৮ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ণ

কাপ্তাই এ সাতদিন ব্যাপী প্রশিক্ষণের অভিজ্ঞতা

কাজী নজরুলের একটি উক্তি "যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না।" আমি সেই যৌবনের উদ্দীপনা দেখেছি বয়োজ্যেষ্ঠ মহান শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে। তাঁদের সক্রিয় অংশগ্রহণে আন্দোলিত হয়েছি! আশাবাদী হৃদয়ে পরিতৃপ্ত হয়েছি।

'ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম' এর আওতায় উপজেলা পর্যায়ে ৭দিন ব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণে একজন জেলা ট্রেইনার হিসেবে অংশ নিয়ে 'জানানোর' চেয়ে জানতে পেরেছি বেশী। অবাক হয়ে লক্ষ্য করেছি, আমাদের সমাজে যাদেরকে আমরা সেকেলে বলে অবজ্ঞা করবার চেষ্টা করি তাঁরাই নতুন কারিকুলামকে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তথাকথিত আধুনিকদের তুলনা নিজেদের স্মার্ট হিসেবে গড়ে তুলছেন। পড়ন্ত বয়সেও হার না মেনে কারিকুলামকে হৃদয়ে ধারণ করে পরিবর্তনশীল প্রেক্ষাপটে খাপ খাওয়াতে নিজেদের উজাড় করে দিচ্ছেন। অভিজ্ঞতা ভিত্তিক শিখন পদ্ধতি ও মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত বিষয়াদি নিজ প্রেক্ষাপটে বাস্তবায়নে দৃঢ় হচ্ছেন। বয়োজ্যেষ্ঠ হওয়ার পরও একজন তরুণের কথাগুলোকে নিজেদের কর্মের সাথে আপডেট করে নিচ্ছেন। রাঙ্গামাটি জেলাধীন চার উপজেলা কাপ্তাই, কাউখালী, রাজস্থলী ও বিলাইছড়ির ইসলাম শিক্ষা বিষয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সারা দেশের মতো স্ব স্ব উপজেলায় লিড দেবেন বলে আশা করি। চেষ্টা করেছি কারিকুলামের খুটিনাটি বিষয়গুলোসহ তুলে ধরবার।


২৮ জন প্রশিক্ষণার্থী শিক্ষক যেভাবে আমাদের ৩ জন প্রশিক্ষককে সহযোগিতা ও ধারণ করেছেন তাতে সাত দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। ধন্যবাদ ২৮ জন সম্মানিত শিক্ষকবৃন্দ। আপনাদের দীর্ঘায়ু কামনা করি। কারিকুলাম বিষয়ে আপনার প্রতিষ্ঠানে অগ্রণী ভূমিকা রাখবেন এটা প্রত্যাশা করি।


২৫.১২.২০২৩ ঈসায়ী।

আরো দেখুন