Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ ডিসেম্বর, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

অ্যাম্বাসেডর শিক্ষক সর্বদা শিক্ষকগণের পাশে

অ্যাম্বাসেডর শিক্ষক সর্বদা শিক্ষকগনের পাশে।

৮ম ও ৯ম গ্রেডএর জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে ৭দিন ব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ পঞ্চগড় জেলায় ২৮ ডিসেম্বর ২০২৩ এ শেষ হল।পঞ্চগড় জেলার সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে দীর্ঘ ৮ বছর ধরে এটুআই কর্তৃক নির্বাচিত একমাত্র আইসিটি ফর ই অ্যাম্বাসেডর শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছি বিধায় প্রশিক্ষণ চলাকালীন  দায়িত্ববোধের তাগিদে বিরতির সময়ে পঞ্চগড় সদর উপজেলার শিক্ষকগণকে শিক্ষক বাতায়ন এর সর্বশেষ আপডেট সম্পর্কে অবহিতকরণ, শিক্ষক বাতায়নের সদস্য হওয়াসহ বিভিন্ন পরামর্শমূলক আলোচনা করি। এক্ষেত্রে সবচেয়ে বেশি যা লক্ষ্য করেছি, এনটিআরসি কর্তৃক নিবন্ধিত ও সুপারিশপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সদ্য যোগদানকৃত শিক্ষকগণকে উদ্বুদ্ধ করি যাতে তাঁরা অতিশীঘ্রই শিক্ষক বাতায়নে সদস্য হয়। তাছাড়া শিক্ষকগণের একটা বৃহৎ অংশ শিক্ষক বাতায়নে সদস্য হওয়া ছাড়া কখনো মনে করে না যে তাঁদের নিয়মিত শিক্ষক বাতায়নে ভিজিট করা প্রয়োজন। তাই যথাসম্ভব শিক্ষক বাতায়নে নিয়মিত ভিজিট করে তাঁদের প্রোফাইল আপডেট করণসহ শিক্ষক বাতায়ন ওয়েবসাইটের সামগ্রিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। এছাড়াও সর্বশেষ নতুন ৮ম ও ৯ম গ্রেড এর কারিকুলাম এর উপর শিক্ষকগণকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যে আহবান করা হয়েছে তাও অবহিত করার চেষ্টা করেছি। আশা করি যাঁরা সদ্য যোগদানকৃত শিক্ষকগণ তাঁরা যত শীঘ্রসম্ভব সদস্য হবেন এবং যাঁরা সদস্য আছেন তাঁরা প্রোফাইল আপডেট করবেন। ধন্যবাদ। 

আরো দেখুন