Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

৩১ ডিসেম্বর, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ণ

হোম ভিজিটের গল্প,জীবনের গল্প

আমাদের তরিকুল ৫ম শ্রেণির শিক্ষার্থী।( ২২নং ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাংগা,ফরিদপুর) ৩ বছর আগে থেকেই ওর চোখে পানি পড়তো,লাল হয়ে থাকতো। ওর মা সাধ্যমত চেষ্টা করে গেছেন। তেমন কোন সমস্যা হয়নি। কিন্তু অক্টোবর মাস থেকে তরিকুল বইয়ের কিছু দেখতে পারেনা।পড়তে পারেনা। দূরের কিছু দেখে তবে অস্পষ্ট। ধীরে ধীরে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে তরিকুল। তরিকুলের বাড়ি ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চানপুট্টি গ্রামে। তরিকুলরা ৩ ভাইবোন।ও সবার বড়। বাবা তিনমাস আগে মালয়েশিয়া গেছে।কিন্তু সেখানে সে কোন কাজ না পেয়ে অসহায় অবস্থায় আছে। টাকার অভাবে খাবার জুটছেনা ঠিকমতো। সেখানে তরিকুলের উন্নত চিকিৎসা করা তো স্বপ্নের মত। তরিকুলের মা কোন উপায় না দেখে সারাদিন শুধু কাঁদে। বড় অসহায় লেগেছে আমার তরিকুলের মায়ের চোখের পানির সামনে। আমরা বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কমিটির সবাই ওর পাশে আছি। একটা ফান্ড তৈরি করছি যতটুকু পারি। ওর পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। তরিকুলের জন্য আমি সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি। ওর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সকলে মিলে আমরা ওর পাশে থাকতে পারিনা

আরো দেখুন