Loading..

মুজিব শতবর্ষ

০১ জানুয়ারি, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

মজিব মহাকবি নিমাই

অ তে, অস্ত্র ধরো যুদ্ধ করো, সস্ত্রাস নিধন করো।

আ তে, আল্লাহর হুকুম মান্য করো, সত্য পথে জীবন গড়ো।

ই তে ,ইমান আনো মানুষ জাতী, অন্ধ কারে জ্বলবে বাতী।

ঈ তে, ঈদ আনে খুশীর বানী, গরীব দের করবে দান।

উ তে, উট চলে মরুর দেশে,  সমাজ গড়ো নবীর বেশে।

ঊ তে উষা কালে পাখি ডাকে, উড়ে উড়ে গাছের শাখে।

 ঋ তে, ঋতু ঘেরা সোনার দেশ, ষড় ঋতুর বাংলাদেশ।

এ তে একুশ তারিখে শহীদ হলো, বাংলা ভাষা মুক্তি পেলো।

ঐ তে, ঐক্য হয়ে চললে সবে, শান্তির জীবন পাবে ভবে।

ও তে ওজন করো যথাযথা, মনের  শান্তি পাবে ততো।

ঔ তে, ঔষধ খাবে অসুখ হলে, সুস্থ দেহ পাবে বলে।                                    

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি