Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০২ জানুয়ারি, ২০২৪ ০৪:৩৭ অপরাহ্ণ

পাঠ্যবইয়ের ভুল থাকলে জানান এনসিটিবিকে

পাঠ্যবইয়ের ভুল থাকলে জানান এনসিটিবিকে

দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে কোনো ভুল বা তথ্য-ভাষাগত অসংগতি থাকলে তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) জানাতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ করেছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। নতুন বইয়ে কোনো ভুল থাকলো বা বইয়ের মানোন্নয়নে কোনো পরামর্শ থাকলে তা ইমেইলে বা এনসিটিবির কার্যালয়ের ঠিকানায় লিখিতভাবে জানাতে বলেছেন তিনি। নতুন বইয়ের কোনো তথ্য বা ভাষাগত অসংগতি থাকলে বা কোনো পরামর্শ পেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানিয়েছে এনসিটিবি।

সোমবার রাতে এনসিটিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠ্যবইয়ের অসংগতি বা পরামর্শ চাওয়া হয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে।

জানা গেছে, ইমেইলে [email protected] ও সরাসরি-পাঠ্যপুস্তক ভবন ৬৯-৭০, মতিঝিল বা/এ ঢাকা-১০০০ ঠিকানায় ভুল-ত্রুটির বিষয়ে ও পরামর্শ জানাতে বলা হয়েছে।

নতুন বছরের প্রথম দিনে আজ সোমবার সারাদেশের প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পৌনে চার কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই হাতে তুলে দেয়া হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আগের শিক্ষাক্রমের বই পেয়েছেন। 

 

আরো দেখুন