Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০২ জানুয়ারি, ২০২৪ ০৪:৪৮ অপরাহ্ণ

মাদরাসার ছুটি বেড়ে ৭১ দিন হচ্ছে

মাদরাসার ছুটি বেড়ে ৭১ দিন হচ্ছে

দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ৭৬ দিন ও কলেজে ছুটি থাকবে ৭১ দিন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন নির্ধারণ করা হলে শিক্ষকদের আপত্তির মুখে তা বাড়িয়ে ৭৬দিন করা হয়েছে। এবার মাদরাসার ছুটিও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ২০২৪ খ্রিষ্টাব্দে মাদরাসার ছুটি ৭১ দিন নির্ধারণ করে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদরাসার ছুটি সমান না হলেও যাতে মাধ্যমিক ও প্রাথমিকের কাছাকাছি থাকে, সে ব্যবস্থা নেয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে জানিয়ে দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কলেজের ছুটি ৭১ দিন। এর সমান ছুটি নির্ধারণ করে প্রস্তাব মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মাদরাসাগুলোতে কিছু বিশেষায়িত বিষয় পড়ানো হয়। এজন্য আসলে স্কুলের সময় ছুটি দেয়া যায় না। তবুও ছুটি যাতে কাছাকাছি থাকে সে ব্যবস্থা করতে চাচ্ছি ।

এর আগে মাদরাসার ছুটি ৬০ তিন নির্ধারণ করে শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছিলো। তবে শিক্ষকরা তা নিয়ে আপত্তি তুলেছেন।

আরো দেখুন