Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৩ জানুয়ারি, ২০২৪ ০১:২৫ পূর্বাহ্ণ

প্রতি ব্যাচে ১৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে এবং প্রতি ব্যাচ ১৫ দিনের পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ পাচ্ছে।

মৌলভীবাজার জেলার মাধ্যমিক  শিক্ষা অফিসার জনাব মোঃ ফজলুর রহমান স্যার ০১ জানুয়ারি বই বিতরণ উৎসব শেষে বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে চতুর্থ ব্যাচের   চলমান পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।


তিনি  এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের দেওয়া উপহার সামগ্রী প্রশিক্ষণার্থী  শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে সারাদেশের ২৭০০০ শিক্ষার্থী পাবে এই প্রশিক্ষণ। 

আমাদের বিদ্যালয়ে ইতিমধ্যেই দুটি ব্যাচের সেশন শেষ হয়েছে,চলমান রয়েছে দুটি ব্যাচ এবং এরপর আরও দুটি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করবে শিক্ষার্থীরা।

প্রতি ব্যাচে ১৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।প্রতি ব্যাচ ১৫ দিনের পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ 

পাচ্ছে। 


প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জনাব মোঃ শাকিল আহমদ। 


মাধ্যমিক শাখা 

দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল, 

মৌলভীবাজার।

আরো দেখুন