Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৪ জানুয়ারি, ২০২৪ ০৭:৫৫ পূর্বাহ্ণ

তোমরা কী সব বলতে পারো?

পদ্ধতি

শিশুদের নিয়ে গোল হয়ে দাঁড়াবেন। এরপর শিক্ষক বলবেন- তালি ও তুড়ি বাজানোর তালের মাধ্যমে বিভিন্ন বস্তুর নাম বলে খেলাটি খেলতে হবে। প্রয়োজনে শিক্ষক কয়েকবার করে দেখিয়ে দিবেন।

একজন দলনেতা হবে। দলনেতা ১, ২, ৩, ৪ বলে খেলা শুরু করবে। খেলার সময় সবাই একসাথে দুইটি করে তালি এবং দুইটি করে তুড়ি দিবে। তালি দেয়ার সময় কেউ কথা বলতে পারবে না। শুধু তুড়ি দেওয়ার সময় বলবে-

দলনেতা: তোমরা কী সব (দুই তুরি)

(দুই তালি)

বলতে পারো (দুই তুরি)

(দুই তালি)

একটি করে (দুই তুরি)

(দুই তালি)

ফুলের নাম (দুই তুরি)

(দুই তালি)

যেমন ধরো (দুই তুরি)

(দুই তালি)

গো....লা....প (দুই তুরি)

(দুই তালি)

যেমন ধরো (দুই তুরি)

(দুই তালি)

এবার অন্যজন বলবে: ব.... কু....ল

(দুই তুরি)

দলনেতা: যেমন ধরো (দুই তালি)

পরেরজন বলবে: হাসনা..... হেনা

এভাবে খেলাটি চলতে থাকবে। তালে তালে বলার সময় যদি কেউ ফুলের নাম বলতে ভুল করে তখন দলনেতা বিষয়

পরিবর্তন করে ফল, মাছ, সবজি, পাখি কিংবা পশু ইত্যাদি যেকোনোটি নিয়ে আবার খেলা শুরু করবে।

প্রথমে শিক্ষক দলনেতা হয়ে খেলাটি পরিচালনা করবেন। শিশুরা খেলাটিতে অভ্যন্ত হয়ে যাওয়ার পর তাদের দিয়ে পরিচালনা করতে দিবেন।

আরো দেখুন