সহকারী শিক্ষক
০৪ জানুয়ারি, ২০২৪ ০৮:১৫ অপরাহ্ণ
ক্রোটিনিজম রোগ।
টাইপঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ অষ্টম
বিষয়ঃ বিজ্ঞান
অধ্যায়ঃ ত্রয়োদশ অধ্যায়
ক্রোটিনিজম রোগ -- সাধারণত আয়োডিনের অভাবে শিশুদের এ রোগ হয়। এই রোগে আক্রান্ত শিশুর দেহে যে লক্ষণগুলো দেখা দেয় তা হলো - ১। দেহের বর্ধন আস্তে আস্তে হয়। ২। পুরু ত্বক, মুখমন্ডলের পরিবর্তন দেখা যায়। ৩। পুরু ঠোঁট, বড় জিহবা, মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
প্রতিকার - যথাসময়ে সঠিক চিকিৎসা করা হলে শিশুদের দৈহিক অসুবিধাগুলো দূর হয় ও স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখা যায়।
প্রতিরোধ - খাবারে আয়োডিনযুক্ত লবণ দিয়ে এ রোগ প্রতিকার করা যায়।