Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

০৫ জানুয়ারি, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ

তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক ।
তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক --- যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায় । যেমন - ব্যাঙ ,বক, কচ্ছপ, মানুষ ইত্যাদি। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়। এদেরকে বলা হয় সর্বভুক। আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খায়, তখন আমরা প্রথম স্তরের খাদক, আবার যখন আমরা মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক।

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট