Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৬ জানুয়ারি, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ

গুগলের বহুমুখী কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি!!!!

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে গুগল ডিপমাইন্ড। জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।

বেশির ভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কেবল একধরনের কন্টেন্ট বুঝতে বা তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে চ্যাটজিপিটির কথা বলা যায়। ওপেনএআই-এর এই এআই শুধু টেক্সট বা লেখা হিসেবে দেওয়া তথ্য বুঝতে পারে। তারপর সে অনুযায়ী উত্তর দিতে পারে, তৈরি করতে পারে লেখানির্ভর কন্টেন্ট। আবার মিডজার্নির কথা যদি বলি, এটা লিখে দেওয়া নির্দেশানুযায়ী তৈরি করতে পারে ছবি।

কিন্তু জেমিনির বিষয়টা ভিন্ন। টেক্সটের পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট বুঝতে পারে এটি। এমনই দাবি করা হয়েছে গুগলের সম্প্রতি প্রকাশিত এক ব্লগপোস্টে। ৬ ডিসেম্বর  পোস্টটি প্রকাশিত হয়।

প্রাথমিকভাবে জেমিনির ১.০-এর মোট তিনটি সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এর মধ্যে জেমিনি আল্ট্রা সবচেয়ে বড় পরিসরে ও সবচেয়ে জটিল ধরনের কাজগুলো করতে পারে। জেমিনি প্রো গুগলের ডিজিটাল সেবাগুলোর সঙ্গে যুক্ত। আর স্মার্টফোনে ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে জেমিনি ন্যানো।গুগল ডিপমাইন্ডের টেকনিক্যাল রিপোর্ট অনুসারে, জেমিনি আল্ট্রা চ্যাটজিপিটি-৪সহ অন্য এআই মডেলগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নের ৩২টি মানদণ্ডের ৩০টিতেই হারিয়ে দিয়েছে। এসবের মধ্যে কলেজ পর্যায়ের পরীক্ষা থেকে শুরু করে নৈতিকতা, বিজ্ঞান-প্রযুক্তি, আইনের মতো নানা বিষয় রয়েছে। 

বিশেষ করে ছবি বিশ্লেষণের ৯টি, ভিডিও বোঝার ৬টি, ৫টি অডিও ও অনুবাদবিষয়ক মানদণ্ড এবং ১০টি টেক্সট ও যৌক্তিকতা বোঝার মানদণ্ডে সফলভাবে উতরে গেছে গুগলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো। টেক্সট ও যৌক্তিকতা বোঝার দুটি পরীক্ষায় অবশ্য জিপিটি-৪-এর কাছে হেরেছে জেমিনি আল্ট্রা।

আরো দেখুন