Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ জানুয়ারি, ২০২৪ ০৮:২৬ অপরাহ্ণ

মর্যাদা-বজায়-রেখে-যোগাযোগ

বাবা : কী! রাতের খাবার কেমন খেয়েছ সবাই? আজ সারা দিন তোমরা কে কীভাবে কাটিয়েছ বলো দেখি?
শিক্ষার্থী : বাবা, আজ আমি স্কুল থেকে ফেরার পথে একজন অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করেছি।
বাবা : বাহ্! খুব ভালো কাজ করেছ। আমাদের সবারই পরোপকারী হওয়া উচিত।
ছোট ভাই : পরোপকারী কারা বাবা?
বাবা : যারা অন্যের উপকার করে তারাই পরোপকারী।
ছোট ভাই : আমি তো আজ দাদুকে ওষুধ খেতে সাহায্য করেছি। এটাকে কি পরোপকার বলা যায়?
মা : হ্যাঁ অবশ্যই। তুমি সাহায্য করেছ বলেই তো তোমার দাদু ঠিক সময়ে ওষুধ খেতে পেরেছেন।
বাবা : হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছেন।
মা : আজ বাবা ঠিকমতো ওষুধ খেয়েছেন । বিকেলে বাবাকে নিয়ে পার্কে হাঁটতে গিয়েছিলাম।
বাবা : নিয়মিত ওষুধ খেলে বাবা আবার আগের মতো হাঁটতে পারবেন।
মা : তোমার দিন আজ কেমন কেটেছে?
বাবা : দিনের শুরুটা বেশ ভালো ছিল। মিটিং শেষে অফিসের সবাই একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি। সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে আজ পুরোনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় তার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম।
মা : ও এজন্যই তোমার বাসায় ফিরতে দেরি হয়েছে।
বাবা : হ্যাঁ
মা : এখন চলো ঘুমাতে যাই। সকালে বাচ্চাদের স্কুল আছে আর তোমাকেও অফিসে যেতে হবে। বেশি রাত জাগলে সকালে উঠতে ইচ্ছে করবে না।
বাবা : হ্যাঁ, চলো ঘুমিয়ে পড়ি। বাচ্চারা শুভরাত্রি।
শিক্ষার্থী : শুভরাত্রি!
ছোট ভাই : শুভরাত্রি!



আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি