Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ ফেব্রুয়ারি , ২০২৪ ০১:২৯ পূর্বাহ্ণ

পরোপকার __রজনীকান্ত সেন
পরোপকার
__রজনীকান্ত সেন
নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান,
স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত,
বংশী করে নিজস্বরে অপরে মোহিত,
শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত-তরে।

আরো দেখুন