Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ ফেব্রুয়ারি , ২০২৪ ০৮:০০ পূর্বাহ্ণ

সালোকসংশ্লেষণ এর ছবি

সালোকসংশ্লেষণের (Photosynthesis) মাধ্যমে গাছপালা সূর্যের আলোর সাহায্যে নিজেদের খাবার তৈরি করে।

 

সালোকসংশ্লেষণে গাছপালা আলোর সাহায্যে বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড (CO2) ও পানির (জলীয় বাষ্প) মধ্যে বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন (O2) তৈরি করে।

উৎপন্ন গ্লুকোজ গাছপালার বৃদ্ধিতে সহায়তা করে আর অক্সিজেন আমরা গ্রহণ করি।

সালোকসংশ্লেষণ না ঘটলে আমরা পর্যাপ্ত অক্সিজেন পেতাম না।

এটি কি ভৌত, নাকি রাসায়নিক পরিবর্তন?

সালোকসংশ্লেষণে উৎপন্ন পদার্থ অর্থাৎ গ্লুকোজ ও অক্সিজেন, বিক্রিয়ক পদার্থ কার্বন ডাই-অক্সাইড ও পানি থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্নধর্মী। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি