Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ ফেব্রুয়ারি , ২০২৪ ০৮:১১ পূর্বাহ্ণ

হৃৎপিণ্ড এর গঠন

হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাঁ দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোনাকার ফাঁপা অঙ্গ। গ্রিক শব্দ কার্ডিয়া থেকে এসেছে কার্ডিয়াক বা কার্ডিওলোজি। যার বাংলা প্রতিশব্দ হচ্ছে হৃৎপিণ্ড। নিচে হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য দেওয়া হলো—

♦ হৃৎপেশি নামের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত।

♦ পেরিকার্ডিয়াম নামের পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে।

♦ প্রাচীরে বহিঃস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর নামের তিনটি স্তর থাকে।

♦ হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং ডান অলিন্দ, বাঁ অলিন্দ, ডান নিলয় ও বাঁ নিলয়—এই চারটি প্রকোষ্ঠে বিভক্ত।

♦ এটি অবিরাম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি