Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ ফেব্রুয়ারি , ২০২৪ ০৬:৩৯ অপরাহ্ণ

কাঠের তৈরি
* তুমি যদি চাও *
কলমেঃ শাহিন
***************************
তুমি যদি চাও......
ঐ নীল আকাশ,আমি তোমায় দেবো...
সাথে দেবো জোৎস্না ভরা রাত,
আকাশ জুড়ে তারকারাজি,
চাঁদের বুড়ির গল্প ।
তুমি যদি চাও......
সাগরের বিশালতা আমি তোমায় দেবো...
সাথে দেবো মনি মুক্তা হিরে জহরত সাগরের তলদেশে আছে যতো ।
তুমি যদি চাও.....
নতজানু হয়ে করবো তোমায় প্রেম নিবেদন।
শ্রেষ্ঠ প্রেয়সী হয়ে থাকবো সর্বক্ষণ তোমার পাশে আজীবন।
এ ফাগুনে তো তুমি এলেনা !!
তুমি যদি চাও...
তাহলে পরের ফাল্গুনে চলে এসো।
তুমি জানো কি !!
তোমার অনুপস্থিতিতে বাগানের ফুল গুলো আধো ফোঁটা হয়ে রয়েছে তোমার অপেক্ষায়....
তুমি এলে পূর্ণতা পাবে ওরা!!
পরের বসন্তে তুমি এলে
কাননে ফুল পাখিদের কোলাহলে দু'জন মিলে হয়ে যাবো একাকার।
তুমি যদি চাও........
তাহলে শিমুলের রক্তিম ফুলের
ব্যাকুল ইশারায় মেঘের মতো ছায়া হয়ে থাকবো, অট্টহাসি হেসে, তোমার পাশে পাশে।
তুমি যদি চাও....
তবে স্নিগ্ধ সকালে যখন সোনালী রোদের মুগ্ধতা ছড়ায়ে বাগানের ফুল গুলো টগবগিয়ে ফুটে উঠবে, তখন তোমার আমার প্রেমের আলিঙ্গনে শরীরে উদ্ভ্রান্ত চুম্বনে শিহরণ জেগে উঠবে...
তুমি যদি চাও.....
তবে লাল কৃষ্ণচুড়া ফুলের আড়াল থেকে কোকিলের কুহ কুহ ডাকে যখন হৃদয় ছুঁয়ে দিবে তখন পরস্পর হবো এক ও অভিন্ন,গভীর অন্ধকারে।
সাক্ষী হতে আসবে সন্ধ্যা তারা
তোমার আমার প্রেমের কাব্য কাননে।
তুমি যদি চাও....
অন্ধকার তারায় খচিত আকাশের একটি জ্বলজ্বল নক্ষত্র আমার নাকের নাকফুল হবে।

আরো দেখুন