Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ০২:৫৩ পূর্বাহ্ণ

প্রমিত বলি প্রমিত লিখি

১ম পরিচ্ছেদ

ধ্বনির উচ্চারণ

উচ্চাচারণ ঠিক রেখে রেখে কবিবিতা পড়িড়ি

আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তাাঁর উল্লেখযোোগ্য কবিতার বইয়ের

নাম ‘সাত নরী হার’, ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ ইত্্যযাদি। নিচের কবিতাটি ভাষা-আন্্দদোলন বিষয়ক একটি

বহুল পঠিত কবিতা। এটি কবির ‘সাত নরী হার’ কাব্য থেকে নেওয়া।

কবিতাটি প্রথমে নীরবে পড়োো; এরপর সরবে পাঠ করোো। সরবে পাঠ করার সময়ে ধ্বনির উচ্চারণে সতর্্ক

থাকতে হবে।

মাগোো, ওরা বলে

আবু জাফফর ওববায়দুল্লা ল্লাহ

‘কুমড়োো ফুলে-ফুলে

নুয়ে পড়েছে লতাটা,

সজনে ডাাঁটায়

ভরে গেছে গাছটা,

আর, আমি ডালের বড়ি

শুকিয়ে রেখেছি—

খোোকা তুই কবে আসবি!

কবে ছুটি?

চিঠিটা তার পকেটে ছিল,

ছেেঁড়া আর রক্তে ভেজা।

‘মাগোো, ওরা বলে,

সবার কথা কেড়ে নেবে

তোোমার কোোলে শুয়ে

গল্প শুনতে দেবে না।

বলোো, মা, তাই কি হয়?

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি