Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ০৩:১১ পূর্বাহ্ণ

লেখা পড়ি লেখা বুঝি

৭ মার্চের ভাষণ

শেখ মুজিবুর রহমান

 আজ দুুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বো�োঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কী অন্যায় করেছিলাম? নির্্ববা চনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্্ণভা র্্ণ বে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্্যযাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশকে আমরা গড়ে তুলব। এ দেশের মানুষ অর্্থন ীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুুঃখের বিষয়, আজ দুুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্্যযাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। ২৩ বৎসরের ইতিহাস মুমূর্ষু নর-নারীর আর্্তন াদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি। 1954 সালে নির্্ববা চনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্্শশা ল ল জারি করে 10 বছর পর্্যন্ত আমাদের গোোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্্দদোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্্যযা করা হয়েছে। 1969 সালের আন্্দদোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন—গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্্ববা চন হলোো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি