Loading..

নেতৃত্বের গল্প

২৭ ফেব্রুয়ারি , ২০২৪ ০১:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু টানেল -- বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।

২২ ফেব্রুয়ারি ২০২৪ আমরা দেখতে গেলাম

বঙ্গবন্ধু টানেল 💚💚।


২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে আটটায়  আমরা বঙ্গবন্ধু টানেল দেখতে গেলাম।গর্ব হচ্ছিল নিজের দেশের টানেল দেখে।কারণ খুব আগ্রহ নিয়ে অকল্যান্ড এর একটা টানেল দেখেছি ২০১৯ সালে। তখন কল্পনাও করিনি নিজের দেশে আরও চমৎকার একটা টানেল হবে। 

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয় এর নেতৃত্বে আমাদের অকল্পনীয় সম্ভাবনাগুলো বাস্তবায়ন হচ্ছে। আমি গর্বিত এই দেশের একজন নাগরিক হিসেবে। 

জয় বাংলা। 

এবার বঙ্গবন্ধু টানেল এর কিছু তথ্য ----

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ।

 ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন।

এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়।


 বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।


 চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।

কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি ১৫০ ফুট গভীরে অবস্থিত।


আরো দেখুন