Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ ফেব্রুয়ারি , ২০২৪ ০৩:০৩ অপরাহ্ণ

হাজী মুহাম্মদ মহসিন

হাজী মোহাম্মদ মহসিন
১৭৩২-১৮১২ প্রখ্যাত বাঙালি জনহিতৈষী ব্যক্তি। দানশীলতার জন্য তিনি দানবীর খেতাব পেয়েছিলেন। ধর্মের দিক থেকে তিনি ছিলেন শিয়া মতাদর্শী মুসলমান।

১৭৩২ খ্রিষ্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি'র হুগলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজি ফয়জুল্লাহ ছিলেন একজন ধনী জায়গিরদার। তিনি ইরান থেকে বাংলায় এসে হুগলীতে বসবাস শুরু করেন এবং জয়নাব খানমকে বিবাহ করেন। উল্লেখ্য জয়নাব ছিলেন ফয়জুল্লাহ'র দ্বিতীয় স্ত্রী। ফয়জুল্লাহ ছিলেন । তিনি জয়নব ছিলেন ফয়জুল্লাহর দ্বিতীয় স্ত্রী। আবার জয়নবেরও পূর্বে বিয়ে হয়েছিল। জয়নবের আগের স্বামীর নাম ছিল আগা মোতাহার। এঁদের মন্নুজান খানম নামৈ একটি মেয়ে ছিল। আগা মোতাহারও বিপুল সম্পদের মালিক ছিলেন। হুগলী, যশোর, মুর্শিদাবাদ ও নদীয়ায় তার জায়গির ছিল। আগা মোতাহারের সম্পত্তি তার মেয়ে মন্নুজান উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি