Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ ফেব্রুয়ারি , ২০২৪ ০৬:৫৭ অপরাহ্ণ

এটা শুধু বাংলাদেশেই সম্ভব।আমার সোনার বাংলা.
বেশকিছু দিন পর আজ - বাংলা একাডেমির ক্যান্টিন দেখে যারপরনাই হতাশ ও ব্যথিত হয়েছি। একাডেমির অনেক স্টাফ এবং আমরা দরকারি কাজে গেলেই ক্যান্টিনের খাবার খেতে আগ্রহী হয়েছি। ভালো লাগতো সাদা ভাত ভর্তা ডাল সবজি মাছের তরকারি। হালকা ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে বসতাম অনেক সময় অনেকে মিলে।
সেই ক্যান্টিনের রূপ চরিত্রে ফরেন খাবারের উৎকট গন্ধ। যাকে বলে ফার্স্ট ফুড আইটেম। গেইটে ইংরেজি ডিজাইনে টেস্টি ফুড লেখা দেখেও ভিতরে গেলাম। আশা, হয়তো এসবের পাশাপাশি ডাল ভাত ভর্তা আছে। কিন্তু না। আগের চেয়ার টেবিল থেকে শুরু করে মেঝের রূপ সহ পুরো ডেকোরেশন বদলে অচেনা একটি বাজার অথবা পথের টেস্টি ফুড অ্যান্ড বেভারেজের দোকান মনে হলো।
আফসোস করতে করতে ফিরে এলাম। পাঠগুলো যেনো না বদলায়। আমরা যারা লেখি সবাই আর যাই হোক, ভালোবাসা ও অধিকার বোধের একটি জায়গা মনে করি বাংলা একাডেমি প্রাঙ্গণ।

আরো দেখুন