Loading..

নেতৃত্বের গল্প

০৭ মার্চ, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ খ্রি;।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।পাকিস্তানের দুটি ভাগ ছিল।। একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। আর  তাই পশ্চিম পাকিস্তানীরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করতো।পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষায় হিসেবে বাঙ্গালীদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছিল।  তারই পরিপ্রেক্ষিতে ১৯৫২ সাল হতে ১৯৭০ সাল পর্যন্ত  বঙ্গবন্ধুর নেতৃত্বে বিভিন্ন আন্দোলন  হয়।১৯৭০ সালে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার  ডাক দিয়ে বলেন - "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,  এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। " এই ভাষণে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি পাকিস্তানি হায়নাদের  কাছ থেকে ছিনিযে আনে একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয়  সংগীত। বাঙালি হয়ে জন্মেছি বলে আমি গর্বিত। 

আরো দেখুন