Loading..

উদ্ভাবনের গল্প

০৮ এপ্রিল, ২০২৪ ০২:২৯ পূর্বাহ্ণ

নতুন কারিকুলাম বাস্তবায়নে আমার একটি উদ্যোগ বিদ্যালয়ে ' সায়েন্স কর্ণার ' স্থাপন

A special initiative aimed at implementing the new curriculum.


নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে আমার একটি বিশেষ উদ্যোগ এই সায়েন্স কর্ণার।

উদ্বোধন করেছেন প্রধান শিক্ষক স্যার ও সহকারী প্রধান শিক্ষক স্যার।


ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ। শিক্ষার্থীরা প্রতি মাসে তাদের বিজ্ঞান বই থেকে একটি সৃজনশীল লেখা বা কোনো ছবি এঁকে অথবা মডেল তৈরি করে আমাদের কাছে জমা দিবে। তাদের কাজগুলো বাছাই করে সেগুলো প্রদর্শন করা হবে একমাস ব্যাপী এই সায়েন্স কর্ণারে।প্রতি মাসে তাদের কাজ পর্যবেক্ষণ  করে  একজনকে বিজয়ী হিসেবে মনোনীত করা হবে। 


এক মাস পর পর নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবে তারা।সকল কাজ থাকবে আমার সংরক্ষণে।


বছর শেষে একটি প্রদর্শনী মেলা আয়োজন করবো, ইনশাআল্লাহ। সেই মেলায় সকলের কাজ প্রদর্শন করা হবে এবং তাদের অভিভাবকদের আমন্ত্রণ করা হবে তা দেখার জন্য। যে বা যারা সবচেয়ে বেশি বার মাসের সেরা বিজয়ী হবে,তাকে উপাধি দেওয়া হবে ' বর্ষসেরা ক্ষুদে বিজ্ঞানী ' হিসেবে। প্রদর্শনী মেলার দিনেই তাকে পুরস্কৃত করা হবে সকলের সামনেই।এছাড়া বিশেষ পারদর্শীতার জন্য থাকবে আরও দুটি পুরস্কার। 

বছর ধরে সংরক্ষিত সৃজনশীল লেখা, আকাঁ এবং কার্যক্রম নিয়ে বার্ষিক বিজ্ঞান সাময়িকী প্রকাশ করবো ইনশাআল্লাহ। 

আমার সকল উদ্যোগ শিক্ষার্থীদেরকে বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহী করা।সকলের সহযোগিতা নিয়ে এই উদ্যোগটি এগিয়ে নিতে চেষ্টা করবো আমি। 


প্রধান শিক্ষক স্যারের   অনুমতি নিয়ে জায়গা বেছে নিলাম। 

সায়েন্স কর্ণারের এই জায়গাটি বেছে নেওয়ার কারণ হলো শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথেই জায়গাটা। তাই সহজেই তাদের দৃষ্টিতে পড়বে এবং সকল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বাছাই করা কাজগুলো। 

উদ্বোধনের  তারিখ - ২১ মার্চ,২০২৪।


সময়কাল : দীর্ঘকাল।

বাজেট : সামর্থ্যের মধ্যেই সম্ভব। 


পরিকল্পনা ও বাস্তবায়নে আমি 

রোকসানা আক্তার 

সিনিয়র শিক্ষক (জীববিজ্ঞান) 

দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল, 

মৌলভীবাজার।

আরো দেখুন