Loading..

উদ্ভাবনের গল্প

১০ এপ্রিল, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

"ডিজিটাইলাইজেশনে করব অভিভাবক সচেতন, অনুপস্থিতি হ্রাস পাবে হবে শিশুর উন্নয়ন । "

"ডিজিটাইলাইজেশনে করব অভিভাবক সচেতন,

  অনুপস্থিতি হ্রাস পাবে হবে শিশুর উন্নয়ন । "


আইডিয়া বাস্তবায়ন প্রক্রিয়া :

বছরের শুরুতেই বিদ্যালয়ে ভর্তিকৃত প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবকগনের মোবাইল নম্বরসহ সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করে রাখা এবং রেজিষ্টার খাতা সংরক্ষন করা হয়।

বাস্তবায়ন প্রক্রিয়া : 

  শ্রেণি শিক্ষকগন প্রথম পিড়িয়ডেই অনুপস্থিত শিক্ষার্থীদের নাম সংগ্রহ করে সকল শিক্ষার্থীদের তথ্য সম্বলিত রেজিষ্টার খাতা থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকগনের মোবাইল নম্বর দেখে ঐ নম্বরসমুহে এসএমএস দেয়া। শিক্ষার্থীর অনুপস্থিতি ও পাঠের মূল্যায়নের অগ্রগতি সম্পর্কিত SMS প্রদান। এ প্রক্রিয়া প্রতিদিন এবং সারাবছর ধরে চলমান থাকবে। সপ্তাহের শেষে যে সকল অভিভাবকগন শিক্ষকদের SMS পেয়ে তাদের শিক্ষার্থীর অনুপস্থিতির কারন ও লেখাপড়ার বিষয়ে শিক্ষকের সাথে ডিজিটালী যোগাযোগে যে অভিভাবক সবচেয়ে বেশী অগ্রগামী থাকবেন , সেই অভিভাবককে মা-সমাবেশে সকল মায়েদের সম্মখে 'সেরা ডিজিটাল অভিভাবক ' নির্বাচন করে পুরস্কৃত করা।

বিদ্যমান সমস্যাসমূহ :

* শিক্ষার্থী অনিয়মিত উপস্থিতি।

* বিদ্যালয়ে দেরী করে আসে।

* বাড়ী থেকে বিদ্যালয়ে রওনা দেয়ার পর বিদ্যালয়ে পৌঁছায় না।

* লেখাপড়ায় পিছিয়ে থাকে ।

সূবিধাসমূহ :

* অভিভাবক তার শিক্ষার্থীর সম্পর্কে সচেতন থাকবে।

* শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হবে।

* সর্বোপরি শিক্ষার্থীর পড়াশুনার মান উন্নয়ন হবে।