Loading..

নেতৃত্বের গল্প

১১ এপ্রিল, ২০২৪ ০১:২৮ অপরাহ্ণ

শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ ও উন্নয়নএর জন্য কাগজের শিক্ষা উপকরণ ব্যবহার

পরিচয় :

মোছা : ফাতেমা খাতুন 

১০নং তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়

Email :[email protected]

Mobile no:01714948566

বিষয় :

শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ ও উন্নয়নএর জন্য কাগজের শিক্ষা উপকরণ ব্যবহার। 


শিক্ষা উপকরণ : শ্রেণিকক্ষে পাঠদানের জন্য বিষয়বস্তুগত জ্ঞান ছাড়া শিক্ষক অন্যান্য যে সকল জিনিস যেমন: পোস্টার পেপার, প্রাকৃতিক সম্পদ, অডিও বা ভিডিও ক্লিপ ব্যবহার করেন যা শিক্ষাদানকে সহজবোধ্য, স্থায়ী ও আকর্ষণীয় করে সেগুলোকে শিক্ষা উপকরণ বলে। পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহৃত সকল প্রকার উপাদানই হলো শিক্ষা উপকরণ

 চিন্তা  মননশক্তির বিকাশ:  শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের ভাবনাকে উদ্দীপ্ত করে। এটি তাদের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ইত্যাদি দক্ষতার বিকাশ ঘটায়।

পাঠে আগ্রহ সৃষ্টি:  শিক্ষা উপকরণ শ্রেণিকক্ষের একঘেয়েমিভাব দূর করে পাঠকে আকর্ষণীয় করে তোলে এবং শিক্ষা কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসে। বিভিন্ন ধরনের শিক্ষার্থীর মনে সঞ্চার করে উদ্যম ও অনুপ্রেরণা, যা তাকে পাঠের প্রতি আগ্রহী করে তোলে।

 পাঠ উপস্থাপনের সময়  শ্রম লাঘব:  বলা হয় একটি চমৎকার ছবি হাজার পৃষ্ঠার বর্ণনার চেয়ে অধিক কার্যকর। ফলে শিক্ষা উপকরণ ব্যবহার করলে শিক্ষক খুব কম সময়ে ও কম পরিশ্রমে পাঠের বিষয়বস্তু  শিক্ষার্থীদের মনে গেঁথে দিতে পারেন এবং শিক্ষার্থীর আচরণে বাঞ্চিত পরিবর্তন আনয়ন করতে পারেন।সুতরাং শিক্ষা উপকরণ নির্বাচনের ক্ষেত্রেও এগুলো বিবেচনা করা দরকার। নির্বাচিত উপকরণ যেন শিক্ষার্থীদের বহুমুখী চাহিদার প্রতি সাড়া দিতে সক্ষম হয়।

 

আকর্ষণ:  নির্বাচিত উপকরণ শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হওয়া দরকার। তবে তা এমন হবে না যাতে শিক্ষার্থীদের মনোযোগ বিষয়বস্তু থেকে উপকরণে চলে যায়।

 

বিষয়সংশ্লিষ্ট  শিখনফল অর্জনে সহায়ক:  উপকরণ ব্যবহারের উদ্দেশ্য হলো পাঠের বিষয়কে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলা।

তাই নির্বাচিত উপকরণ অবশ্যই পাঠের বিষয়ের সাথে সম্পর্কিত এবং পাঠের শিখনফল অর্জনে সহায়ক হবে।

পাশাপাশি উপকরণের মাধ্যমে প্রদত্ত বার্তা সঠিক হওয়া বাঞ্ছনীয়।

পাঠের বিষয়সংশ্লিষ্ট নয় এবং ভুল বার্তা প্রদান করে এমন উপকরণ যতই আকর্ষণীয় এবং শিক্ষার্থীর চাহিদা ও ভিন্নতাকে বিবেচনা করুক না কেন শিখনের ক্ষেত্রে তা মূল্যহীন।

 

 

সহজলভ্য  স্বল্পমূল্য:  নির্বাচিত উপকরণ সহজলভ্য হওয়া দরকার। তা না হলে উপকরণ সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পড়বে। এ কারণে উপকরণ স্থানীয়ভাবে প্রাপ্ত এবং স্বল্পমূল্যে উপকরণ দিয়ে তৈরি হলে ভালো হয়। এতে করে অল্প চেষ্টাতেই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা যায়।

আমি আমার সঙ্গে কাউকে কাগজের তৈরি শিক্ষাগতম ব্যবহার করে থাকি, যা সহযোগ্য ও স্বল্প মূল্য, সহজে সংগ্রহ করা সম্ভব, কাগজে শিখা উপকরণ ব্যবহার করা শিশুর জন্য নিরাপদ বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।