সিনিয়র শিক্ষক
১৪ এপ্রিল, ২০২৪ ০৮:০৭ পূর্বাহ্ণ
কবিতা, শিক্ষা
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ দশম
বিষয়ঃ বাংলা সাহিত্য
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
শিক্ষা
শিক্ষা হল সর্বশ্রেষ্ঠ
জাতির মেরুদণ্ড।
নিজের ভাগ্য গড়ার ক্ষেত্রে
শিক্ষা যে অনন্য।
শিক্ষা হবে সার্বজনীন
করবে আলোক দান।
তাইতো এখন বিশ্বজুড়ে
শিক্ষার জয়গান।
প্রকৃতির নিকট থেকে
অহিংসা পাই শিক্ষা।
ইহাই মোরা পালন করব
জীবনের এই দীক্ষা।
অন্যায় মোরা করব না আর
শিক্ষা অর্জন করে।
ধন্য করব মোদের জীবন
ইহাই ধারণ করে।
যাঁরা শিক্ষার জন্য ত্যাগ করেছে
জীবনেরই অংশ।
পেয়েছে পূর্ণতা তাঁরা
হয়নি জীবন ধ্বংস।
ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে
করব জীবন সার্থক।
অন্য সকল মিথ্যা হয়ে
শিক্ষাটাই সত্যি হোক।
রতন ঘরামী
সহকারী শিক্ষক (বাংলা)
সাপলেজা মডেল হাই স্কুল
মঠবাড়িয়া, পিরোজপুর।